কুসংস্কার ভারতীয় সমাজের এক অবিচ্ছেদ্য অঙ্গ। অন্ধ বিশ্বাসের যাঁতাকলে পড়ে যেমন বহু মানুষের সর্বনাশ হয়েছে‚ ঠিক তেমনই রাতারাতি অনেক ঠক জোচ্চোর জীবৎকালেই দেবতাসম ভক্তির পাত্র হয়েছে।
“ইচ্ছা সম্যক ভ্রমণে কিন্তু পাথেয় নাস্তি‚ পায়ে শিকলি‚ মন উড়ু উড়ু‚ এ কি দৈবের শাস্তি!” এই লাইন দুটি হয়তো আপামর দশটা-পাঁচটার পাঁচালী পড়া ভ্রমণপিপাসু মনের কথা। কিন্তু পিপাসা আর কতদিনই বা সহ্য করা যায়। আমিও পারিনি..